ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই দুই ভাইয়ের মধ্যে অনুষ্ঠিত প্রথম মিলন। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে লন্ডনে পৌঁছায় শাহবাজ ও তার সঙেগ থাকা প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেবসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এনের নেতৃবৃন্দ নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার পর একটি বড় সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পরপরই নওয়াজ শরিফকে দেশে ফেরাতে পারেন বলে গুঞ্জন ওঠে। নওয়াজ যাতে দেশে ফিরতে পারেন, সে জন্য তাকে ইতিমধ্যে নতুন পাসপোর্ট ইস্যু করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নওয়াজের সাজা স্থগিত বা বাতিল করার বিষয়টিও বিবেচনা করছে দেশটির সরকার।
লন্ডনে বড় ভাই নওয়াজের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর
0
Share.