বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

লন্ডনে সড়ক ‍দুর্ঘটনায় মৃ’ত্যু আমিরাতের প্রখ্যাত অধিকার কর্মীর

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত ভিন্নমতাবলম্বী অধিকার কর্মী ও সমালোচক আলা আল-সিদ্দিক লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যুক্তরাজ্য ভিত্তিক এএলকিউএসটি সংস্থা নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আলা। অলাভজনক এই সংস্থাটি আমিরাত এবং গালফ অঞ্চলে স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। ওই গ্রুপটি এক টুইটে জানায়, খুব দুঃখের সঙ্গে আমাদের ভালোবাসা ও সম্মানের নির্বাহী পরিচালক আলা আল-সিদ্দিকের মৃত্যুর শোক জানাচ্ছি। তিনি শনিবার মারা গেছেন। আপনার অধিকার আদায়ের লড়াই টিকে থাকুক।আলার বাবা মোহাম্মদ আল-সিদ্দিকও একজন প্রখ্যাত অধিকার কর্মী। ২০১৩ সাল থেকে তিনি আমিরাতে বন্দিদশায় আছেন।সৌদি আরবের অধিকার কর্মী আব্দুল্লাহ আল-আওদা বলেন, আজ আমিরাতি গবেষক এবং ন্যায়নিষ্ঠ বোন অধ্যাপক আলা আল-সিদ্দিক এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বাবা মোহাম্মদ আল-সিদ্দিক সংযুক্ত আরব আমিরাতের কুখ্যাত কারাগারে বন্দিদশায় রয়েছেন।দোহা নিউজ জানিয়েছে, আলা এবং তার স্বামী ২০১২ সালে কাতারের কাছে আশ্রয় চেয়েছিলেন। সেখানেই তারা তাদের আত্মীয়দের সঙ্গে থাকতেন। এর ফলে আমিরাতের সঙ্গে কাতারের সম্পর্ক খারাপ হয়ে যায়।

Share.