রবিবার, নভেম্বর ২৪

লন্ডন অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হলেন নারায়ণগ‌ঞ্জের মেরিনা

0

ডেস্ক রিপোর্ট: লন্ডন অ্যাসেম্বলিতে সদস্য হিসেবে প্রথম বাংলাদেশি নারী রাজনীতিবিদ মেরিনা মাসুমা আহমেদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৭ মে) বিকেলে সাউথওয়াক ও ল্যামবেথ এলাকার এ ফলাফল ঘোষণা করা হয়‌।নারায়ণগঞ্জে জন্ম নেওয়া রাজনী‌তি‌বিদ মে‌রিনা মাসুমা যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে লন্ডন অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হ‌য়ে‌ছেন। ব্রিটে‌নের গত সংসদ নির্বাচ‌নে সাউথ ইস্ট লন্ড‌নের বেকেনহাম আসন থে‌কে লেবার পা‌র্টির প্রার্থী ছি‌লেন ব্যা‌রিস্টার মে‌রিনা।মে‌রিনার স্বামী পাবনার সন্তান ডা. ইমরুল কায়েস স্থানীয় জি‌পি (জেনারেল প্র্যাক‌টিশনার)। তার বড় মেয়ে রেবেকা বিশ্ব‌বিদ্যালয়ে আর ছোট মেয়ে এ‌লিজা হাইস্কু‌লে অধ্যয়নরত।মেরিনা জানান,‌ ছয় মাস বয়সে তিনি মা-বাবার সঙ্গে ব্রি‌টে‌নে আসেন। বাবা মারা গে‌ছেন, মা ঢাকায় থাকেন। মেরিনার চার ভাইও ব্রিটেনে কর্ম‌রত আছেন।মেরিনা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি উন্নয়নসহযোগী সংস্থায় কাজ করেছেন। বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্যও কাজ করেছেন। গত ৩০ বছরের বে‌শি সময় ধ‌রে লেবার পা‌র্টির সক্রিয় সদস্য হি‌সে‌বে রাজনী‌তি করে‌ছেন।

Share.