বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

লাঠি হাতে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা, থমথমে নতুন বাজার

0

ঢাকা অফিস: রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে কোটাবিরোধী আন্দোলন করছে বেসরিকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে কুড়িল, প্রগতি সরণি, নতুন বাজার, বাড্ডা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষার্থীদের রাস্তা অবরোধ কর্মসূচি পালনের কারণে নতুন বাজার এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় অবস্থান করছে। সকালে আন্দোলনকারীরা অবরোধের সমর্থনে রাস্তায় অবস্থান নিলে তাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগ তাদের অবস্থানের ওপর আবারও হামলা করতে পারে এমন আতঙ্ক বিরাজ করছে। তাই তারা লাঠিসোঁটা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বলছেন, তাদের যোক্তিক দাবি না মেনে সরকার ছাত্রলীগ দিয়ে হামলা করাচ্ছে। প্রশাসনও ছাত্রদরে মামলা দিচ্ছে। এদিকে নতুন বাজার এলাকায় শিক্ষার্থীরা যান চলাচল বন্ধের পাশাপাশি পথচারীদেরও চলাচলে বাধা দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীরা কাউকে নতুন বাজার এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তার যান চলাচল মূলত সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায়ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে অনেকে হেঁটে নিজ গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে ও সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে তারা এ আন্দোলন করছে।

Share.