লাদাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে রাজি ভারত ও চীন

0

ডেস্ক রিপোর্ট: লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক যে সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়ে শনিবার দুই দেশের সেনার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকের পরে দুই দেশই শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে রাজি হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই আলোচনা খুবই ভাল পরিবেশের মধ্যে হয়েছে। দু’দেশই শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা মেটাতে রাজি হয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে যেসব দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, সেইসব চুক্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ইন্দো-চীন সীমান্ত এলাকা দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এই বছর ভারত ও চীনের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর হচ্ছে। তাই এই সম্পর্ক আগামী দিনে কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে দু’দেশই আগ্রহী। নয়াদিল্লি ও বেইজিংয়ের তরফে দু’দেশের মধ্যে সমস্যার সমাধান করে সীমান্ত এলাকায় শান্তি ফেরানোর সব চেষ্টা করা হবে।’ এর আগে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের তরফে শনিবার এই বৈঠকের আবেদন জানানো হয়। চুসুল-মোলডোতে ইন্ডিয়ান বর্ডার পয়েন্ট মিটিং হাট-এ হয় এই আলোচনা। এই সমস্যার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। লাদাখ ও সিকিমে টহল দেওয়ার সময় বারবার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরই লাদাখের একাধিক এলাকা যেমন, ডেমচোক, প্যাঙ্গং লেক, গালওয়ান রিভার বেসিন, গোগরা পোস্টে দুই দেশের সেনারা মারমুখি অবস্থান নেয়। চীন সেখানে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে।

Share.