ঢাকা অফিস: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির দাম। স্থিতিশীল রয়েছে সবজির বাজার। ঝাঁজ কমেছে কাঁচামরিচ আর পেঁয়াজের। মুরগির বাজারে দুই জাতের মুরগির দাম গরুর মাংসকেও ছাড়িয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে সব মুরগির দাম বেড়েছে। সোনালি মুরগির কেজিপ্রতি দাম উঠেছে ৩৮০ টাকায়। এ দরে জীবন্ত মুরগি কিনলে শুধু মাংসের দাম দাঁড়ায় ৫৮০ টাকার মতো। বাজারে এর সমান দামে গরুর মাংসও পাওয়া যায়।আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দেশি মুরগির মাংসের দাম গরুর চেয়ে অনেকটা বেশি। জীবন্ত দেশি মুরগির কেজি ৫০০ টাকার মতো। চামড়া, পশম ও নাড়িভুঁড়ি বাদ দিলে শুধু মাংসের কেজি দাঁড়ায় সাড়ে ৭০০ টাকার মতো। আধা কেজি ওজনের একটি সোনালি জাতের মুরগির (চামড়া ছাড়ানো) দাম হাঁকানো হয়েছে ৩২০ টাকা। এর মানে হলো কেজি ৬৪০ টাকা। আর দেশি মুরগির কেজি দাঁড়াচ্ছে পৌনে ৮০০ টাকার মতো।কয়েক মাস আগেও সোনালি জাতের দেশি মুরগির কেজি ছিল ২২০ টাকা। সে তুলনায় দাম বেড়েছে প্রায় ৭২ শতাংশ। দেশি মুরগির কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা। দাম বেড়েছে ২৯ শতাংশের মতো। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্রয়লার মুরগিও। বাজারে দুই মাস আগে যে মুরগির কেজি ১২০ টাকা ছিল, তা এখন ১৬৫ টাকা। খাসির মাংসের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা।
লাফিয়ে বাড়ছে মুরগির দাম, ঝাঁজ কম কাঁচামরিচ-পেঁয়াজে
0
Share.