সোমবার, ডিসেম্বর ২৩

লিওনেল মেসি ছাড়াই বড় জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা

0

স্পোর্টস রিপোর্ট: চোটের কারণে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির অভাব যেন বুঝতেই দিলেন না আনহেল ডি মারিয়া-লো সেলসোরা। দাপুটে ফুটবলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে আক্রমণাত্বক ফুটবলে শুরুতেই এল সালভাদরের ওপর চাপ ফেলে আর্জেন্টিনা। সুবাদে মেলে সাফল্য ১৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আনহেল ডি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে আর্জেন্টিনা। বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে লিওনেল স্কালোনির দল। লাউতারো মার্তিনেসের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ে জালে লাঠান লো সেলসো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

রক্ষণ: নিকোলাস ট্যাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস গনজালো, নেহুয়েন পেরেজ
মধ্যমাঠ: এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল
আক্রমণ: লতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

এল সালভাদরের  একাদশ
গোলরক্ষক: মারিও গঞ্জালেস
রক্ষণ: রুডি ক্লেভেল মেন্ডোজা, জর্জ ক্রুজ, মেলভিন ক্রুজ, নার্সিসো ওরেলানা, ব্রায়ান তামাকাস
মধ্যমাঠ: ক্রিস্টিয়ান মার্টিনেজ, ডারউইন সেরেন, নেলসন ব্লাঙ্কো
আক্রমণ: নেলসন বনিলা, জাইরো হেনরিকেজ

Share.