লিগ না জিতলে বরখাস্ত হবেন বার্সা কোচ

0

স্পোর্টস ডেস্ক: দুই বছরের চুক্তিতে বার্সেলোনার কোচের পদে আসীন হয়েছিলেন রোনাল্ড কোম্যান। ন্যু ক্যাম্পে তার মেয়াদ আছে আর এক বছর। এবার যদি লিগ জিততে পারেন তবেই কোচের পদে বহাল থাকবেন তিনি, না হলে হতে হবে বরখাস্ত। স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা এসইআর এবং দিয়ারিও এএসের মতে, রোনাল্ড কোম্যানকে নাকি বার্সেলোনা বলে দিয়েছে, এই মৌসুমই তার জন্য ন্যু ক্যাম্পে শেষ সুযোগ। এবার নিজেকে প্রমাণ করতে না পারলে আর চুক্তির মেয়াদ বাড়াবে না কাতালান ক্লাবটি। যদি লিগ জিততে পারেন তবেই ১২ মাসের জন্য চুক্তি বাড়াবেন তারা। বাকিটা এখন ডাচ কোচের হাতে। গত বছর আপ্রাণ চেষ্টার পরও লিগ জিততে পারেননি রোনাল্ড কোম্যান। ৭৯ পয়েন্ট নিয়ে লিগে তার দল হয়েছিল তৃতীয়। অ্যাতলেটিকো মাদ্রিদ লিগ চ্যাম্পিয়ন ও রিয়াল মাদ্রিদ রানার্সআপ হয়েছিল। অবশ্য মৌসুমের মাঝপথে বেশ কয়েকটি উপলক্ষ্যে তাদের সামনে লিগ জেতার সম্ভাবনা জেগেছিল ভাল করে।  এবার বার্সেলোনার স্কোয়াডে দলের ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসি নেই। শেষ মুহূর্তে অ্যান্তোনি গ্রিজম্যান বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন নিজের পুরনো ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। তাই লিগ জেতা আপাতত কঠিনই কোম্যানের জন্য। কঠিন যতই হোক, ফুটবলে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। এটাই একমাত্র ভরসা ধরে নেওয়া যায় ডাচ কোচের। লিগ জেতার জন্য এবার রোনাল্ড কোম্যানের সবচেয়ে ভরসা মেম্ফিস ডিপাই। পাশাপাশি সুস্থ ম্যানচেস্টার সিটি থেকে আসা সার্জিও আগুয়েরোও ভয়ঙ্কর হতে পারেন প্রতিপক্ষ দলগুলোর জন্য। সার্জিও বুসকেটস, জর্দি আলবা, পিকে, মার্ক আন্দ্রে টের স্টেগেনরা তো রয়েছেনই। রোনাল্ড কোম্যান প্রয়োজনে খেলোয়াড় আনতে পারবেন বার্সার যুব দল থেকেও। লিগের মতো কোম্যানের জন্য অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যালেঞ্জও। গত মৌসুমে পিএসজির বিপক্ষে লজ্জাজনক হারে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছিল তাদের। অবশ্য দ্বিতীয় লেগে তুলনামূলক ভালই খেলে মেসি বাহিনী। বার্সেলোনা সর্বশেষ লিগ জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। এরপর কোপা দেলরে বাদে আর কোনো ট্রফিই জিততে পারেনি কাতালান ক্লাবটি। সেই দলটিকে মেসি ছাড়াই লিগ জেতানো কতটা কঠিন হবে তা কোম্যান ছাড়া এই মুহূর্তে আর কে অনুধাবন করবেন!

Share.