ডেস্ক রিপোর্ট: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রবিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তক্ষয়ী লড়াইয়ের সময় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন। জাতিসংঘ ত্রিপোলিতে অতিসত্ত্বর সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।
লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
0
Share.