স্পোর্টস রিপোর্ট: ‘সামনে আমার রাজনৈতিক ব্যস্ততা বাড়বে। তাই সভাপতিকে (কাজী সালাউদ্দিন) বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেয়া যায় কি না! তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় (খুলনায়) নিয়মিত যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করব। গতকাল শনিবার সভাপতিকে জানিয়ে দিয়েছি যে, পেশাদার লীগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’ পেশাদার লীগ কমিটি থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। লেখার শুরুতে মন্তব্যটা তিনিই করেছেন। ফুটবল সংগঠকের পাশাপাশি পেশায় সালাম একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। দীর্ঘ ১৩ বছর ধরে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও ব্যবসা ও রাজনীতির কারণে এখন ফুটবলে সময় দিতে পারছেন না তিনি। তবে এজন্য ক্লান্তিবোধকে দায়ী করতে নারাজ তিনি, ‘আমাকে দেখে কি ক্লান্ত মনে হয়? আমি ক্লান্ত নই। আপনি যখন কিছু উপভোগ করবেন, তখন সেটায় অবশ্যই ভাল করবেন। ১৩ বছরে ১২টা লিগ শেষ করা কম কথা নয়।
লীগ কমিটি থেকে সরে দাঁড়াচ্ছেন সালাম মুর্শেদী
0
Share.