বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় আহত- ২

0

ডেস্ক রিপোর্ট: লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে শুক্রবার (১১ অক্টোবর) এই তথ্য উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। এই হামলার ফলে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের সদর দপ্তরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বলেছে, নাকুরা শহরে তাদের কার্যালয়ের ওপর ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়েছে। একটি পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হানা হয়েছে এবং দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে ওই এলাকায় গোলাবর্ষণের কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা জাতিসংঘের ওই কার্যালয়ের কাছে তৎপরতা চালাচ্ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এক বিবৃতিতে বলেছে, তাদের কার্যালয় ও সংলগ্ন এলাকায় “বারবার আঘাত হানা হয়েছে।” ইসরায়েলি সামরিক বাহিনী পার্শ্ববর্তী একটি বাঙ্কারেও গুলি চালিয়েছে যেখানে শান্তিরক্ষীরা আশ্রয় নিয়েছিলেন। এই গোলাবর্ষণের ফলে একাধিক গাড়ি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য পাঠানোতে অন্যতম প্রধান অবদানকারী দেশ ইতালি বলেছে, এই ধরনের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে’। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত হরি প্রাবোয়ো বলেছেন, ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কীভাবে ইসরায়েল নিজেদেরকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে, দায়মুক্তির ঊর্ধ্বে এবং আমাদের শান্তির যৌথ মূল্যবোধের ঊর্ধ্বে অবস্থান করছে।

Share.