ডেস্ক রিপোর্ট: লেবাননে সাড়ে তিন হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, আইডিএফের অনুমান তাদের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে গত ১৪ মাসের লড়াইয়ে প্রায় সাড়ে তিন হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের সময় মারা গেছেন। তারা বলছে, এসব হামলায় গুরুতর এবং মাঝারিভাবে আহত হয়েছেন প্রায় সাত হাজার যোদ্ধা। যারা এখন লড়াই করতে অক্ষম। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয় না। আইডিএফ বলেছে, এ যাবৎ সংঘর্ষে তারা ১২শ ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, 25 হাজার অস্ত্র জব্দ করেছে। তারা বলছে, নিহতদের মধ্যে হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহ এবং সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের ১৩ সদস্য রয়েছেন। এছাড়াও নিহতের তালিকায় ডিভিশন পর্যায়ের চার জন হিজবুল্লাহ কমান্ডার, ২৪ জন ব্রিগেড-লেভেল কমান্ডার, ২৭ জন ব্যাটালিয়ন-পর্যায়ের কমান্ডার, ৬৩ জন কোম্পানি-পর্যায়ের কমান্ডার এবং ২২ জন প্লাটুন-স্তরের কমান্ডার রয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলার পর গত বুধবার (২৭ নভেম্বর) লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে একমত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) কার্যকর হয় এই যুদ্ধবিরতি। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে বলে জানানো হয় ।
লেবাননে সাড়ে তিন হাজার হিজবুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের
0
Share.