রবিবার, নভেম্বর ২৪

লোহাগাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম জেলা প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আজ রোববার ভোরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। দোহাজারী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতেরা হলেন- কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মো. আয়াচ (৩৬), শাহ আলম (৩৪) ও জাহাঙ্গীর আলম। আহতেরা  হলেন- হেলাল উদ্দিন আকাশ, মনজুর আলম, মো. এন আমিন ও হুমায়ুন কবির।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউপির কার্যালয়ের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।আহত চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে, গাড়ির চালক তাৎক্ষণিক পালিয়ে যায় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Share.