শক্তিশালী ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৯৬ রানের লক্ষ্যও পার করতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ভারতের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে পার করে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১০৩ রানের লক্ষ্যে শুরুটা নড়বড়ে হয় বাংলাদেশের। ১৬ রানের মধ্যেই ফিরে যান ওপেনার সাথি রানি ও তিনে নামা দিলারা আক্তার। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন ওপেনার শামীমা সুলতানা।১২ ওভার ১ বলে ৬২ রানের মাথায় জ্যোতি (১৪) ফিরলে ভাঙে এ জুটি। এরপর ৬৯ রানে ফেরেন স্বর্ণা। ৮৫ রানের মাথায় ৮ বলে ১২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন বলে আগুন ঝড়ানো সুলতানাও। দীর্ঘক্ষণ একপ্রান্ত আগলে রাখার পর এই রানে ফেরেন শামীমাও। তবে যাওয়ার আগে ৪৬ বলে ৩ চারের মাধ্যমে করেন ম্যাচ বাঁচানো ৪২ রান। জয়ের জন্য বাকি পথটুকু রিতু মনি ও নাহিদা আক্তার স্বাচ্ছন্দ্যেই পার করেন। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ডানহাতি অফস্পিনার সুলতানা খাতুনের তোপে ২০ রানের মধ্যেই দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন জেমিমা রদ্রিগেজ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৬৫ রানের মাথায় জেমিমাকে (২৬ বলে ২৮) ফেরান স্বর্ণা আক্তার।  ৯১ রানের মাথায় হারমানপ্রীতকে লেগ স্পিনার ফাহিমা খাতুন ফেরালে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। শেষ ২২ বলে মাত্র ১১ রান তোলে ভারত, হারায় ৬ উইকেট। বাংলাদেশের হয়ে আগুনে বোলিংয়ের শুরু সুলতানা করলেও শেষটা করেন লেগ স্পিনার রাবেয়া খাতুন। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সমপরিমাণ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সুলতানা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল র‌্যাংকিংয়ের চারে থাকা ভারত। এই ম্যাচ জিতে তাই হোয়াইটওয়াশ এড়াল নয়ে থাকা বাংলাদেশ।

Share.