শঙ্কার মধ্যেও মাঠে ফিরেছে বুন্দেসলিগা

0

স্পোর্টস ডেস্ক: নানা শঙ্কা-উদ্বেগের মধ্য দিয়ে অবশেষে মাঠে ফিরেছে বুন্দেসলিগা। গতকাল শনিবার রাতে ফেরার ম্যাচ রঙিন করে রাখল বরুশিয়া ডর্টমুন্ড। শালকেকে ৪-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থাকা দলটি।ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে দলের হয়ে জোড়া গোল করেছেন রাফায়েল গেররেইরো। এ ছাড়া একটি করে গোল করেছেন আর্লিং হলান্ড ও তোরগ্যান আজার। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল ডটমুন্ড। আর এক পয়েন্ট হলেই বায়ার্ন মিউনিখকে ছাড়িয়ে যাবে তারা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ কোভিড-১৯ রোগকে মহামারি ঘোষণা করে। সেদিনই শেষ মাঠে গড়িয়েছিল বরুশিয়া মনশেনগ্লাডবাখ-এফসি কোলন ম্যাচ। দীর্ঘ দুই মাস পাঁচ দিন পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছে জার্মানের শীর্ষ লিগটি।গতকাল একই সময়ে মাঠে গড়ায় মোট পাঁচটি ম্যাচ। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল ডর্টমুন্ড-শালকের ম্যাচ। কারণ, এত দিন দুই দলের পার্থক্য ছিল কেবল এক পয়েন্টের। এবার দারুণ জয়ে শালকেকে ছাড়িয়ে গেল ডর্টমুন্ড।এদিন ম্যাচের ২৯তম মিনিটে দলকে প্রথমে এগিয়ে নেন হলান্ড। ডি-বক্সের ভেতরে সতীর্থের বাড়ানো বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন নরওয়ের এই উঠতি তারকা। বিরতির আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন গেররেইরো। বিরতির পরপরই তৃতীয় গোল করেন আজার। এরপর ৬৩তম মিনিটে হলান্ডের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন গেররেইরো।লিগটি ঘিরে অনেক নিয়ম বেঁধে দিয়েছে জার্মান সরকার ও ফুটবল সংস্থা। এর অন্যতম হলো গ্যালারি শূন্য। সাংবাদিক, ফটোগ্রাফার, টিভি ক্রু, লিগ ও দুই ক্লাবের স্টাফ, বল বয়, সব মিলিয়ে পুরো ম্যাচে সর্বোচ্চ ৩০০ জন থাকতে পেরেছে। দুই দলের খেলোয়াড়রা বাদে স্টেডিয়ামের সবার মুখে ছিল মাস্ক। এমনকি গোল উদযাপনেও বাড়তি সতর্কতা দেখা যায়। কনুইয়ের সঙ্গে কনুই মিলিয়ে একে অপরকে অভিনন্দন জানিয়েছেন।দিনের আরেক ম্যাচে আউক্সবুর্কের মাঠে ২-১ গোলে হারিয়েছে ভলফসবুর্ক, হফেনহাইমের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে হের্টা বার্লিন। ফরটুনা ডুসেলডর্ফ-পাডেরবর্ন ও লাইপজিগ-ফ্রেইবুর্ক ম্যাচ ড্র হয়েছে।

Share.