ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শয়তানি বন্ধে প্রতিবেশী দেশগুলোকে নিজেদের পাশে চায় ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে শয়তান আমেরিকাকে তাড়াতে হলে প্রতিবেশী দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।তিনি আরও বলেন, বর্তমানে অঞ্চলটিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর অবৈধ উপস্থিতি এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম।বুধবার (২২ জুলাই) ইরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা কমানোর ব্যাপারে ইরাক সরকার যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে তাকে স্বাগত জানান আলী শামখানি। যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ, সন্ত্রাসী এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতার কথা উল্লেখ করে আলী শামখানি বলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য।তিনি দাবি করেন, পবিত্র এই অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ থেকে মুক্তির নিশ্চিত সমাধান হচ্ছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বিদেশি শক্তির হস্তক্ষেপের অবসান ঘটানো।আলী শামখানির মতে, মুসলিম রাষ্ট্র হিসেব ইরাক সরকারের সার্বভৌমত্ব রক্ষা এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠা করাই আমাদের কৌশলগত নীতি।
‘শয়তান আমেরিকাকে’ তাড়াতে প্রতিবেশীদের পাশে চায় ইরান
0
Share.