রবিবার, নভেম্বর ২৪

শর্ত ভেঙে ফের সাংবাদিকতায় বরিস জনসন

0

ডেস্ক রিপোর্ট: কিছুদিন আগেই যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার আগের পেশায় ফেরার সিদ্ধান্ত নিলেন সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা যুক্তরাজ্যের এই সাবেক মন্ত্রী। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে তাদের নতুন কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে বরিস জনসনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি মেইল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি বরিসকে পছন্দ করুন কিংবা না করুন তার কলাম আপনাকে পড়তে হবে। সরকারি দলের ব্যক্তিবর্গ থেকে বিশ্বের লাখ লাখ মানুষ সবার জন্যই এটা প্রযোজ্য।’ এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছে এই সংবাদমাধ্যম। পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন প্রভাবশালী এ রাজনীতিক। ইতিমধ্যে শুক্রবার বিকেলে অনলাইনে প্রকাশিত হয়েছে ব্রিটিশ এই সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সাপ্তাহিক কলাম। তবে নতুন এ চাকরি নেয়ার ক্ষেত্রে শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়ার দুই বছরের মধ্যে চাকরি নিতে হলে অ্যাকোবা নামক কমিটি থেকে অনুমতি নিতে হয়। কিন্তু বরিস অ্যাকোবার সাথে এ বিষয়ে কোন পরামর্শ করেনি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বরিসকে নীতি লঙ্ঘনের অভিযোগে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাকোবা। এদিকে বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন, “বরিস জনসন অ্যাকোবার সাথে যোগাযোগ করছেন এবং স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।” ১৯৮৭ সালে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্র। কিন্তু কোনো এক প্রতিবেদনে মনগড়া মন্তব্য দেয়ার কারণে সেই চাকরি হারাতে হয় তাকে। একসময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছিলেন জনসন, প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন।

Share.