বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

শাকিব খান অসুস্থ, বন্ধ ‘বীর’ শুটিং

0

বিনোদন ডেস্ক: ঢালিউডের ‘কিং’ চিত্রনায়ক শাকিব খান এক সপ্তাহ ধরে অসুস্থ। এজন্য হাসপাতালেও যেতে হয়েছে তাকে। বর্তমানে বাসায় অবস্থান করলেও পুরোপুরি ফিট না হওয়ায় শুটিংয়ে অংশ নিচ্ছেন না। চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক দিন শাকিব খান বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছিল। এরপর তাকে ল্যাবএইডে নেওয়া হয়। এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। ইকবাল আরও জানান, আপাতত শুটিংয়েও অংশ নিচ্ছেন না শাকিব। পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন। বর্তমানে খ্যাতিমান চিত্রপরিচালক কাজী হায়াতের ‘বীর’ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমাটিতে অভিনয় করার জন্য নিজের চেহারাকে আমূল বদলে ফেলেছেন শাকিব খান। প্রায় তিন-চার মাস তার চুল, দাঁড়ি, গোঁফ কাটেননি তিনি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১২ ডিসেম্বর ‘বীর’ সিনেমায় শাকিবের ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। অসুস্থতা কাটিয়ে শিগগিরই তিনি শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। ঢালিউডের কিং খানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Share.