সোমবার, ডিসেম্বর ২৩

শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার ভাষ্যমতে, শান্তিতে একমাত্র তিনিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আপনাদের এ বিষয় নিয়ে কিছু কথা বলবো।’ এসময় ট্রাম্প বলেন, ‘একটি চুক্তি করলাম আমি। একটি দেশকে পুরোপুরি রক্ষা করলাম আমি। আর আমিই কিনা শুনতে পেলাম ঐ দেশেরই প্রধান দেশ রক্ষা করার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন! এজন্য আমি আর কি করতে পারতাম? হ্যাঁ, আপনারা জানেন তো, এভাবেই চলে।’ ট্রাম্প ওই সমাবেশে আরও বলেন, ‘একটি বড় যুদ্ধ থেকে আমি রক্ষা করেছিলাম। এভাবে আমি অনেকবার করেছি’।

উল্লেখ্য, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি এবারে শান্তিতে নোবেল পুরস্কার পান। নোবেল কমিটি থেকে জানানো হয়, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখার জন্য তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

Share.