শুক্রবার, জানুয়ারী ২৪

শাবনূরের নামে বন্যার্তদের জন্য টাকা তুলছে কারা?

0

বিনোদন ডেস্ক: একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে খোলা হয়েছে একটি ভুয়া অ্যাকাউন্ট। সেখান থেকে বিভিন্নজনকে নক করে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য চাওয়া হচ্ছে টাকা। একটি চক্রের এমন কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে তড়িঘড়ি মানুষকে সতর্ক করলেন শাবনূর। ওই ভুয়া অ্যাকাউন্টটির স্কিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এমন আইডি খুলে মানুষের কাছে ত্রানের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন!’ ‘আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে, আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সাথে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না আমার কারণে কারো ক্ষতি হোক!’ ‘কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’ যদিও কারা তার নামে আইডি খুলে এমন ঘৃণিত কাজ করছে, তা এখনো জানতে পারেননি শাবনূর। একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন বহু হিট সিনেমার এই নায়িকা। সেখান তার মা এবং ছোটবোন ঝুমুরও থাকেন।

 

Share.