শাবানা ও পরীমনির পার্থক্য বোঝালেন বিপ্লব

0

বিনোদন ডেস্ক: গ্রেপ্তারের পর আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। ওপার বাংলার বিভিন্ন সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছেন তিনি। পরীমনির ঘটনার রেশ ধরে ‘ভদ্র মহিলা’ ও ‘মহিলা’র পার্থক্য বুঝিয়েছন টালিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জি।পরীমনির সঙ্গে ‘রক্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন বিপ্লব। একটি নাচের দৃশ্যে দেখা গিয়েছিল তাদের। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। পরীমনির প্রসঙ্গে জানতে ভারতীয় সংবাদমাধ্যমকে বিপ্লব বলেন, ‘ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত! শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। ওর স্বামীর সঙ্গেও আলাপ আছে। তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’ পরীমনি ভদ্র নন, কীভাবে বুঝলেন? উত্তরে প্রবীণ এ অভিনেতা আনন্দবাজারকে জানান, পরীমনির সম্বন্ধে অনেক কথা শুনেছেন। যা তার ভালো লাগেনি। বিপ্লবের দাবি, ‘সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়!’কলকাতার কয়েজন অভিনেতার সঙ্গে সখ্য ছিল পরীমনির। বাংলাদেশে এলে তারা দেখা করতেন পরীর সঙ্গে। এ প্রসঙ্গেও মুখ খোলেছেন বিপ্লব। তিনি বলেন, ‘এ ব্যাপারে ইন্ডাস্ট্রির কারো খবর রাখি না।’পরীমনি সব অভিযোগ থেকে মুক্তি পেলে তার সঙ্গে অভিনয় করবেন? উত্তরে বিপ্লব সাফ জানান, ‘অভিনয় আমার পেশা। সেখানে আমি চূড়ান্ত পেশাদার। কাউকে নিয়ে কোনো ছুঁৎমার্গ নেই আমার।’পরীমনি আপাতত সিআইডির হেফাজতে আছেন। চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেছিল সিআইডি। আরও তথ্যের জন্য রিমান্ড আবেদন করলে দু’দিন মঞ্জুর করেছেন আদালত।এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয় পরীমনিকে। পরদিন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সম্পকৃক্ততার কথা স্বীকার করেন পরীমনি। ওই দিনই তার নামে বনানী থানায় মাদক মামলা হয় পরীমনির নামে।

Share.