স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় পর ডাক পয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি।ব্যস্ত সময় পার করছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আর শ্রীলঙ্কা সফরের ধকল কাটিয়ে ওঠার আগেই শুরু ঢাকা লিগ। ঘরোয়া ক্রিকেট শেষ হতেই জিম্বাবুয়ের পথে উড়াল দেবে ক্রিকেটাররা।লম্বা সময় বায়োবাবলের ধকল কাটাতে টি-টোয়েন্টি সিজির থেকে বিশ্রাম নিয়েছেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবলের জায়গায় উইকেট রক্ষকের দায়ীত্ব পেতে পারেন তিন বছর পর ডাক পাওয়া নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে তিন ফর্মেটেই রয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষায়, ‘তার বর্তমান পারফরম্যান্স ও শ্রীলঙ্কায় যখন নিয়ে যাই তখন টিম ম্যানেজমেন্ট অনেক খুশি ছিল তার স্কিল সেশনগুলোতে। আমরা নির্বাচক মন্ডলীরাও সন্তুষ্ট এবং বর্তমান পারফরম্যান্স দেখে চিন্তা করলাম ওর অন্তর্ভূক্তি প্রয়োজন আছে।’প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামিম হোসেন। টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া এই তরুণ নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন, নিখুঁত ফিল্ডিংসহ অলরাউন্ডিং পারফর্মেন্সের জন্য।‘শামীম পাটোয়ারী যখন যুব বিশ্বকাপ শেষে আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) সুযোগ পায় তখন থেকেই মনিটরিং করা হচ্ছিল। আয়ারল্যান্ড ‘এ’ (আয়ারল্যান্ড উলভস) দল এসেছিল আমাদের এখানে তখনও বেশ ভালো করেছে। এরপর আমাদের এখানে যে সংক্ষিপ্ত ফরম্যাটেরর ম্যাচগুলো হয়েছে সেখানে ভালো করেছে। তার যে স্কিল আশা করি জাতীয় দলে আমাদের জন্য বেশ সহায়ক হবে।’সব ফরম্যাটেই রয়েছেন সাকিব আল হাসানও। তবে টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।‘সেরা খেলোয়াড়কে তিনটা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং আমরা দলও মোরালি অনেক বুস্ট আপ হবে। আশা করছি ওর কাছ থেকে অনেক অনেক বেটার পারফরম্যান্স পাবো এবং দলের পারফরম্যান্সও ভালো হবে ইনশাল্লাহ।’
‘শামিমের স্কিল জাতীয় দলের জন্য সহায়ক হবে’
0
Share.