বুধবার, জানুয়ারী ২২

শামীম ও খালেদের বিরুদ্ধে দুদকের মামলা

0

ঢাকা অফিস: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বহিস্কৃত যুবলীগ নেতা ও ক্যাসিনো ব্যবসায় জড়িত জিকে শামীম ও খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ (সোমবার) দুদকের ঢাকা-১ কার্যালয়ে পৃথক দু’টি মামলা করা হয়েছে। খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাড়ে ৫ কোটি অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছেন, দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। অন্যদিকে, জিকে শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন।

Share.