শাস্তি কমাতে সফল, উমর আকমল ফিরছেন ক্রিকেটে

0

স্পোর্টস ডেস্ক:   ২০১৯ সালের এপ্রিলে আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের দায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন বছরের জন্য নিষিদ্ধ করেছিল উমর আকমলকে। তার অপরাধ ছিল ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে সেটা বোর্ডকে না জানানো।পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে আকমলকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল। আকমলকে পিসিবি ১৮ মাসের সাজা দেয়। যা আকমলের পছন্দ হয়নি। তাই উচ্চ আদালতে আপিল করেন। যদিও অপরাধের শাস্তি কার্যকর হয়েছিল গত বছর ফেব্রুয়ারি থেকে।আপিলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিধির ২.৪.৪ ধারা ভাঙায় আকমলকে ৪০ লাখ ২৫ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করে ৬ মাসের শাস্তি কমিয়ে দিয়েছে।সে অনুযায়ী আকমলের শাস্তির মেয়াদ চলে আসে এক বছর মেয়াদে। তাই চলতি মাসের ২০ ফেব্রুয়ারি সাজার মেয়াদ শেষ হয়ে গেছে।আকমলের শাস্তির ব্যাপারে এক বিবৃতি দিয়ে পিসিবি বলেছে, ‘ক্রীড়া আদালতে উমর আকমল ও পিসিবি যে অভিযোগ দায়ের করেছিল সেটির শুনানি হয়েছে। সেখানে আকমলের সাজা কমিয়ে এক বছর করা হয়েছে। এছাড়া পিসিবির বিধি ভাঙায় তাকে জরিমানা করা হয়েছে।’সেক্ষেত্রে জরিমানা দিয়ে উমর আকমলের ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইলো না।

Share.