শাহবাগের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

0

ঢাকা অফিস: রাজধানীর শাহবাগের ঢাবির ইসা খান রোড এলাকার একটি বাসা থেকে ফাতেমা মীম (১৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার(২৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতকে নিয়ে আসা ডাক্তার ইসরাত জাহান জানান, আমি সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করার জন্য ফাতেমা মিমের রুমে দরজায় ডাকাডাকি করি।পরে রুমের ভিতরে গিয়ে দেখি দুইটা ওড়না এক সঙ্গে করে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পরে শাহবাগ থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার আকরাম আলী কন্যা সন্তান।বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশা খান রোডের ২৮/২ নম্বর বাসায় কাজের মেয়ে হিসেবে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Share.