বিনোদন ডেস্ক: মাদক পার্টি থেকে আটকের পর থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছিল, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কাছ থেকে নাকি মাদক পাওয়া গেছে। তবে সোমবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বরাত দিয়ে বলা হচ্ছে, মাদক মেলেনি শাহরুখপুত্রের কাছে। তবে মাদক কারবারির সঙ্গে যোগাযোগ রয়েছে আরিয়ানের। তার মোবাইল ফোন খতিয়ে দেখার পর এমনটাই জানিয়েছেন এনসিবির কর্তারা। ওই মাদক কারবারির নাম শ্রেয়াস নায়ার। এনসিবির দাবি, এই ব্যক্তির সঙ্গে মোবাইলে চ্যাট হয়েছে আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্টের। সংস্থাটি আরও দাবি করেছে, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর ওই মাদক পার্টিতে উপস্থিত ছিলেন ১২০০ জনের বেশি। তবে এনসিবির লক্ষ্য ছিল আট-নয় জন, তার মধ্যে অন্যতম আরিয়ান খান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট। যদিও এদিন আরিয়ানের কাছে থেকে কোনো মাদক পাওয়া যায়নি বলে জানিয়েছে এনসিবি। তবে তার বন্ধু আরবাজের কাছে থেকে পাওয়া গেছে চরস। মোবাইল চ্যাটে চরসের দাম নিয়েও কথোপকথন হয় তাদের। আরবাজ ও আরিয়ানকে জিজ্ঞাসাবাদের পর রবিবার এনসিবি মুম্বাই থেকে আটক শ্রেয়াস নায়ার নামে সেই মাদক কারবারিকে। শ্রেয়াসের নাম পাওয়া যায় আরিয়ান আরবাজের মোবাইল থেকে। গত কয়েক দিনে বেশ কয়েক বার ড্রাগ নিয়ে কথোপকথন হয়েছে তাদের। এনসিবি সূত্রে জানা গেছে, শ্রেয়াস নায়ারেরও শনিবার রাতের ওই মাদক পার্টিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণে তিনি যেতে পারেননি। সংস্থাটি আরও জানিয়েছে, আরিয়ান খান এবং আরবাজ খান এনসিবিকে সঠিকভাবে বলছেন না যে, কে তাদের মাদক সরবরাহ করতেন। আরবাজ বলছেন যে, গোয়ার একজন মাদক কারবারি তাকে মাদক সরবরাহ করতেন। আটকদের মধ্যে মুনমুন নামে আরেক জন জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি পাঁচতারা হোটেলের কাছে একজন মাদক কারবারি তাকে কিছু মাদকদ্রব্য দিয়েছিলেন। কিন্তু সঠিক নাম কেউই বলছেন না। তাই তদন্তের স্বার্থে শ্রেয়াস নায়ারকে গ্রেপ্তার দেখাতে পারে এনসিবি।
শাহরুখপুত্র আরিয়ানের কাছে মাদক মেলেনি
0
Share.