শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

0

ঢাকা অফিস: করোনামহামারির কারণে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে বেশ কয়েকদফা তারিখ জানানো হলেও শেষ পর্যন্ত বন্ধই রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়ার পর শুরু হয় তোড়জোড়। কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেই জল্পনা এবার শেষ হতে চলেছে। কারণ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আবারও প্রতিষ্ঠান খোলার সম্ভাব্য তারিখ জানালেন। তিনি বলেছেন ১২ সেপ্টেম্বর থেকে খুলবে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনে তিনি এ কথা জানান।গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

Share.