ডেস্ক রিপোর্ট: আগামী রোববার থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস শিক্ষার্থীদের ভিসা আবেদন ও সাক্ষাৎকার নিতে যাচ্ছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত পরিসরে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে শিক্ষার্থীরা আবেদন ও সাক্ষাৎকার দিতে পারবেন। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে এবং সংশ্লিষ্ট ভিসা ফি দেয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে। বিজ্ঞপ্তি আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী পুরনো বা একই শিক্ষা প্রতিষ্ঠানে আগের বিষয় নিয়ে পড়তে যাবেন তারা সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন।
শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস
0
Share.