শিক্ষা কারিকুলামে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: নওফেল

0

ঢাকা অফিস: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পাঠ্যপুস্তক এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে তবে শিক্ষা কারিকুলামে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। আজ মঙ্গলবার সচিবালয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই যারা কারিকুলাম নিয়ে সমালোচনা করছেন তাদের অন্য উদ্দেশ্য আছে। এদিকে, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প ‘শরীফ থেকে শরীফা’ প্রসঙ্গে বক্তব্য দিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। এটি বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার আদেশ বাতিল করে তাকে স্ব-পদে পুনরায় বহাল করার দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করতে শুরু করেন তারা। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন।

Share.