শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও, যা বললেন শিক্ষাবিদরা

0

ঢাকা অফিস:  শিক্ষা খাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬ হাজার ৪০০ কোটি টাকা। এবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৫ হাজার ৫৫১ কোটি টাকা বাড়িয়ে ৭১ হাজার ৯৫১ কোটি টাকা হয়েছে।শিক্ষা খাতে গতবছরের তুলনায় বাজেট বাড়ানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণের সময়ে শিক্ষা খাতে ধাক্কা এসেছে। এরপরও শিক্ষা খাতে গত বছরের তুলনায় বাজেটে যা বাড়ানো হয়েছে তা সামান্যই। এটা দুর্ভাগ্যজনক।শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষায় যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাজেট ঘোষণার পর আবারও তা সামনে এসেছে। বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেয়া হয়েছে, তা অপর্যাপ্ত।আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

Share.