বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

শিখা অনির্বাণ ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান

0

ঢাকা অফিস: শিখা অর্নিবার্ণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সোমবার (২৪ জুন) সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সবার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন সেনাপ্রধান। সবশেষ সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান।

Share.