ডেস্ক রিপোর্ট: শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডার তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সংবাদ সম্মেলনে এ বিষেয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় তিনি জবাবদিহিতার গুরুত্বের ওপর জোর দেন এবং একটি পূর্ণাঙ্গ তদন্তে সমর্থন দিতে ভারতের প্রতি আহ্বান জানান। ব্লিঙ্কেন বলেন, আমরা জবাবদিহিতা দেখতে চাই। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কাঙ্ক্ষিত ফল বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক দমন মারাত্মক একটি গুরুতর ইস্যু। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে তাদের সহযোগিতা চান। কিন্তু ভারত এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, নিহরদীপ সিং নিজ্জর একজন পাঞ্জাবি এবং কানাডার নাগরিক। তিনি ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। এ জন্য ভারত তার বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। কিন্তু গত ১৮ জুন কানাডার ভ্যানকোভারের কাছে দুই আততায়ী নিজ্জরকে গুলি করে হত্যা করে। এ নিয়ে কানাডার অভিযোগ, এই হত্যায় ভারত সরকার এবং তার এজেন্টরা জড়িত। ভারত এ অভিযোগকে উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে ভারত বিশেষ কোনো ছাড় পাবে না। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান জোর দিয়ে বলেন, যেকোনো দেশ জড়িত থাক না কেন যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে।
শিখ নেতা হত্যাকাণ্ডে কানাডার পক্ষ নিয়ে ভারতকে যা বললো যুক্তরাষ্ট্র
0
Share.