সোমবার, ডিসেম্বর ২৩

শিগগিরই বাগদান হবে ফ্রিদা পিন্টোর

0

বিনোদন ডেস্ক: ভারতীয় বংশোদ্ভুত মার্কিন অভিনেত্রী ফ্রিদা পিন্টো প্রেমিকের জন্মদিনেই বাগদানের ঘোষণা করলেন। ইন্সটাগ্রামে বয়ফ্রেন্ড আমেরিকান ফটোগ্রাফার করি ট্রানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে বাগদানের বিষয়টি জানিয়েছেন তিনি। সমুদ্রসৈকতে তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ফ্রিদা। ছবিতে ফ্রিদার আঙ্গুলে জ্বলজ্বলে দৃশ্যমান হীরার আংটি। ফ্রিদার এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে, তা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। ‘সুপার ৩০’ খ্যাত নায়িকা ম্রুনাল ঠাকুর, সেলেব স্টাইলিস্ট গাভরি, লিসা রে, প্রীতি দেশাইের মতো তারকারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সম্পর্কে আছেন এ অভিনেত্রী। এর আগে তার সম্পর্ক ছিল দেব পাতিলের সঙ্গে। ২০১৪ সালে সেই সম্পর্কে চিড় ধরে ৬ বছর একসঙ্গে থাকার পরে। রোহান অ্যান্টাওয়ের সঙ্গেও ২০১০ সালে ডেট করেছিলেন ফ্রিদা।

Share.