শিথিলের প্রথম দিনেই রাজধানীতে যানজট

0

ঢাকা অফিস: ঈদুল আজহাকে সামনে রেখে ও দেশের অর্থ সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আটদিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। ফলে রাজধানী সড়কে আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন ও চলাচল ফিরেছে কর্মচাঞ্চল্য। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দোকানপাট শপিংমল ব্যবসা প্রতিষ্ঠান খোলায় মানুষ নিজ নিজ কর্মস্থলে যাওয়ায় রাজধানী তার পুরোনো ধারায় ফিরেছে।সড়কে এক সঙ্গে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় সিগন্যালগুলোতে তৈরি হয় যানজটের। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলাচল করার সেই পুরোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অধিকাংশ বাসই যাত্রার শুরু থেকে যাত্রী পূর্ণ করে ছেড়ে আসছে। মাঝপথে যারা অপেক্ষমাণ তাদের বেশ বেগ পেতে হচ্ছে।সরেজমিন রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ লকডাউন শেষে রাস্তায় সকাল থেকেই লোকজনের উপস্থিতি অনেক বেশি। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরতে বহু যাত্রীকে বাস ও সিএনজিতে উঠতে দেখা যায়।

Share.