বুধবার, জানুয়ারী ২২

শিরোপার পথে এগিয়ে গেল ইন্টার

0

স্পোর্টস ডেস্ক:  দীর্ঘদিনের ইতালিতে এক চেটিয়া একাধিপত্য জুভেন্টাসের। তবে এবারের বিষয়টি ভিন্ন। রোববার রাতে কাগলিয়ারিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছল শীর্ষে থাকা ইন্টার মিলান।  সিরি আ’তে ঘরের মাঠ সান সিরো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি আসে মাত্তেও দারমিয়ানের পা থেকে।৭৭তম মিনিটে আচরাফ হাকিমিরি বাড়ানো বল থেকে গোল তুলে নেন ইতালিয়ান ডিফেন্ডার মাত্তেও।শেষ পর্যন্ত কাগলিয়ারি আর ম্যাচে ফিরতে পারেনি। তাই জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যান্তনিও কন্তের শিষ্যরা।৩০ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট সংখ্যা ৬৩। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা জুভেন্টাস ৬২ পয়েন্ট তুলেছে। কাগলিয়ারি রয়েছে ১৮তম স্থানে। মোট পয়েন্ট ২২।

Share.