শিল্পী সমিতি সুজাতার পাশে আছে: জায়েদ

0

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের ‘রূপবান’ খ্যাত অভিনেত্রী সুজাতা। শুক্রবার বিকালে সেখানে তাকে দেখতে যান অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তার শয্যাপাশে কিছুটা সময়ও কাটান। আলোচিত এই তারকা জানান, ‘প্রথমবার সুজাতা আপাকে দেখতে গিয়েছিলাম। তবে ফোনে সবসময় খোঁজ-খবর রাখছি। কোথায় কী লাগবে সে সব তদারকি করছি। আল্লাহর রহমতে তার চিকিৎসায় কোনো ধরনের সমস্যা হবে না। শিল্পী সমিতি সবসময় আপার পাশে আছে।’ এর আগে অসুস্থ হয়ে সুজাতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জায়েদ খানই প্রথমে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি প্রবীণ এই অভিনেত্রীর সুস্থতা কামনায় দোয়াও চেয়েছিলেন। গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন খ্যাতিমান অভিনেত্রী সুজাতা। সে সময় দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গেল বৃহস্পতিবার তাকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। সুজাতাকে আরও দুইদিন সেখানে তাকে থাকতে হবে বলে জানিয়েছেন তার ছেলে ফায়সাল আজিম। ১৯৬৩ সালে সালাউদ্দিনের পরিচালনায় ‘ধারাপাত’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতখড়ি হয়েছিল সুজাতার। এরপর ১৯৬৫ সালে একই পরিচালকের লোককাহিনি নির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ ছবি দিয়ে তিনি রীতিমতো হইচই ফেলে দেন। ওই ছবির পর থেকে দর্শকদের কাছে আজও তিনি ‘রূপবান’ হিসেবেই পরিচিত।

Share.