শিশু ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

0

ঢাকা অফিস: গত বছর ডেমরায় দুই শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- গোলাম মোস্তাফা ও আজিজুল বাওয়ানি ওরফে আজিজুল বাওলী। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সময় ‘সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’ মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি দুপুরে ডেমরা থানা কোনাপাড়ার বাসার রুমে ডেকে নেওয়া হয় দুই শিশুকে। এরপর সাউন্ডবক্সে গান বাজিয়ে আসামি আজিজুল এক শিশুকে ধর্ষণ করে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এবং আসামি গোলাম মোস্তফা আরেক শিশুকে গলা টিপে হত্যা করে। এই ঘটনায় ডেমরা থানায় এক শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডেমরা থানার উপ-পরিদর্শক শাহ আলম দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ২৩ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিভিন্ন সময় ১৫ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

Share.