শনিবার, নভেম্বর ২৩

শি জিনপিংকে ট্রাম্পের ১০ কোটি ডলার সাহায্যের প্রস্তাব

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে চীন ও আক্রান্ত অন্য দেশগুলিকে ১০ কোটি ডলার পর্যন্ত সাহায্যের প্রস্তাব দিয়েছে আমেরিকা। এদিকে চীনে প্রথম যে চিকিৎসক ভাইরাসটির খবর দিয়েছিলেন, বৃহস্পতিবার তিনি সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। এই ভাইরাসের খবর ফাঁস করে দেওয়ায় শাস্তি হয়েছিল ‘হুইসলব্লোয়ার’ ওই চিকিৎসকের। কিন্তু তার মৃত্যুর পরে নড়ে বসেছে চীন প্রশাসন। প্রথমে আমেরিকার সাহায্য নিতে অস্বীকার করলেও এখন মত বদলেছে চীনের। ট্রাম্পকে শি বলেন, ‘‘এই পরিস্থিতিতে যা পদক্ষেপ করবেন, আশা করি ভেবে করবেন।’’ একাধিক রাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে ট্রাম্পকে যথাযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Share.