শুক্রবার, জানুয়ারী ২৪

শীর্ষস্থান লড়াইয়ে মাঠে নামবে তিন দল

0

স্পোর্টস রিপোর্ট: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানের লড়াইয়ে ভিন্ন ম্যাচে নামছে টেবিলের শীর্ষ থাকা তিন দল। বিকাল সাড়ে পাঁচটায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। রাত ৮টায় ফুলহামের প্রতিপক্ষ ম্যান সিটি। একই সময় আর্সেনালের মুখোমুখি হবে সাউদাম্পটন। লা লিগায় রাত ১টায় রিয়াল মাদ্রিদের পরীক্ষা ভিয়ারিয়ালের বিপক্ষে। লা লিগায় চলতি মৌসুমে বার্সেলোনা যেন অপ্রতিরোধ্য। টানা ৭ ম্যাচ জয়ের পর হেরেছে মাত্র এক ম্যাচ। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। যদিও তাদের টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। ভিয়ারিয়ালের বিপক্ষে কাজটা বেশ কঠিন লস ব্লাঙ্কোসদের জন্য। তাছাড়া জিততে হবে অন্তত ৭ গোলের ব্যবধানে। যদিও বর্তমান পারফরম্যান্স বিচারে অনেকটা পিছিয়ে রিয়াল। নিজেদের শেষ দুই ম্যাচে হার তাদের সঙ্গী। প্রতিপক্ষ ভিয়ারিয়াল আছে দারুণ ছন্দে। এক পয়েন্ট কম নিয়ে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে অতিথিরা। রিয়ালকে টপকে তাদের সামনে হাতছানি পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার। অবশ্য ইনজুরির তালিকা খুব বেশি বড় নয় রিয়ালের। মাসেল ইনজুরিতে গোলরক্ষক থিবো কুর্তোয়া সার্ভিস মিস করবে তারা, হিপ ইনজুরিতে পাওয়া যাবে না অ্যাটাকিং-মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে। আর হাঁটুর ব্যথায় ভুগছেন ডেভিড আলাভা। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই শীর্ষস্থান ধরে রাখবে অলরেডস। অন্যথায় তাদের জায়গা দখলে নিতে পারে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। দুই জায়েন্টের পয়েন্ট সমান ১৪।

Share.