বুধবার, জানুয়ারী ২২

শুক্রবার তামিলনাড়ুতে মোদি-শি জিনপিং বৈঠক, আলোচনায় থাকবে না কাশ্মির

0

ডেস্ক রিপোর্ট: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে ভারত আসছেন শুক্রবার (১১ অক্টোবর)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হতেই জিনপিংয়ের এই সফর। বৈঠকে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা হবে না। ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয় বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। সেখানে উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা দেশটির ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ – ভারতের পক্ষ থেকে এমন দাবি করা হলেও পাকিস্তান বলছে, সেখানে কাশ্মিরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই পরিস্থিতিতে চীন সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে তিনি বৈঠক করেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কাশ্মির সংকট ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়।  বৈঠকে চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি কাশ্মির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনও পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করবে তার সরকার। কাশ্মির ইস্যুতে সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানায় ইসলামাবাদ। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি কাশ্মির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনও পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করবে তার সরকার। এ সময় কাশ্মির সংকটকে শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দেন তিনি। ভারত-চীনের সম্পর্ক গত কিছুদিন ধরে উত্থান-পতনের মধ্যদিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মির ইস্যুতে বেইজিংয়ের পক্ষ থেকে ভারতের সমালোচনা। অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক মহড়া নিয়ে চীনের উদ্বেগের মধ্যেই এই দুই নেতা শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। ১১ ও ১২ অক্টোবর তামিল নাড়ুর মামাল্লাপুরামের একটি সমুদ্র তীরবর্তী রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Share.