শনিবার, নভেম্বর ২৩

‘শুধু চীন নয় বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে ঢুকলেই পরীক্ষা করা হবে’

0

ঢাকা অফিস: প্রাণ সংহারক নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হলেও এখন তার পরিসর বাড়ানো হচ্ছে। বিশ্বের যে কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে ঢুকলে বন্দরে ‘স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। চীন থেকে ইতোমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়েছে ।

Share.