স্পোর্টস রিপোর্ট: শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে; গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে দেশের ক্রিকেটারদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে এই দুই দেশ। ইতিমধ্যেই এই ম্যাচকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। তার মাঝে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য আরও উত্তেজনা বাড়াল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তার ওপর চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই অর্থাৎ শেয়ানে শেয়ানে টক্কর। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রতিযোগিতা খেলতে নামছে পাকিস্তান। শুক্রবার সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সামনে আনা হয় স্টেডিয়ামের নতুন রূপকে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের ক্রিকেটারদের ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমরা খুবই ভালো দল। সাম্প্রতিককালে আমরা ভালো করেছি। কিন্তু এখন সবচেয়ে বড় কাজ হলো, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও দুবাইয়ে হারাতে হবে।’ পাকিস্তান-ভারত দ্বৈরথের একটা ইতিহাস রয়েছে। ৯০ দশকের গোড়া থেকে আইসিসি ইভেন্টে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে এসেছে ভারত। শেষবার ২০২১ টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে ভারতকে পরাজিত করেছিল পাকিস্তান। তবে বর্তমানে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে যাওয়াকে নিয়ে বাদানুবাদ রয়েছে। যা এবারের ম্যাচটিতে বাড়তি গুরুত্ব যোগ করবে। অন্যদিকে ২৯ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে দেখে উচ্ছ্বসিত শরিফ। তিনি বলেন, ‘প্রায় ২৯ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এটা আমাদের কাছে বড় মুহূর্ত। আমি বিশ্বাস করি যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ক্রিকেটাররা দেশের নাম উজ্জ্বল করবে।’ উল্লেখ্য, ১৯ দিন ধরে ৮ দলের লড়াই চলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ খেলা হবে। শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ এ-তে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ২০১৭ সালে শেষ বার আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে: শেহবাজ শরিফ
0
Share.