বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

শুরুটা ভালো করলে শেষটা ধরে রাখতে পারল না বাংলাদেশ, নাটকীয়ভাবে ভারতের জয়

0

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। বাকি আছে ৮ বল ও হাতে ছিল ৫ উইকেট। এমন ম্যাচও হেরে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের মেয়েরা। নাটকীয়ভাবে ১ রানে শেষ ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচটি জিতে নিলো ভারত। হতাশার ব্যাটিংয়ে ৮ রানে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভারত জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে ভারতকে। স্বাগতিক বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের কোনো ব্যাটার বিশের ঘরও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান করেন শেফালি ভার্মা। বাংলাদেশের সালমা খাতুন ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এ ছাড়া, একটি করে উইকেট পান মারুফা আক্তার, রাবেয়া খান আর নাহিদা আক্তার। ৯৬ লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। ৩০ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে সহজ জয়ের পথে ছিল স্বাগতিকরা। কিন্তু দলীয় ৮৬ রানের মাথায় নিগার আউট হলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ১ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ২০ ওভার খেলে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

Share.