স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সির সুবাস পাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। নভেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ভর করে রাজশাহীর করা ২২১ রানের লক্ষ্যকে পেরিয়ে যায় ফরচুন বরিশাল।এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর নির্বাচকদের চোখে পড়েন পারভেজ। সে জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২৪ জনের দলে জায়গা হয় ১৮ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যানের। ওয়ানডে সিরিজের আগে সফরকারীদের বিপক্ষে বিকেএসপিতে অনুষ্ঠেয় ১৪ ও ১৬ জানুয়ারির দুটি প্রস্তুতি ম্যাচে খেলা নিশ্চিত ছিল তার। সেখানে ভালো পারফরম্যান্স করলে হয়তো লাল-সবুজের জার্সিতে অভিষেকও ঘটত তার।কিন্তু এমন সুযোগের মাঝেও স্বপ্নভঙ্গ হয়েছে গত যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটারের। কুঁচকির পুরোনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। জানা গেছে, গতকাল দলের সঙ্গে হোটেলে ওঠার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়তে হয় পারভেজকে।আগামী এক সপ্তাহ বিছানাতেই বিশ্রামে কাটাতে হবে তাকে। তাই সিরিজের দল থেকে ছিটকে গেলেন এই তরুণ তুর্কি। এ বিষয়ে সোমবার বিসিবির নির্বাচক হাবিবুল বাশার এক গণমাধ্যমকে বলেন, ‘কুঁচকির চোটের পুরনো ব্যথা দেখা দিয়েছে তার। স্ক্যান করানোর জন্য হাসপাতালে যেতে হবে তাকে। অর্থাৎ জৈব সুরক্ষা বলয় ভেঙে বের হয়ে যেতে হবে। ফের স্কোয়াডে যুক্ত হতে হলে নিয়ম অনুযায়ী অন্তত তিন দিন আইসোলেশনে থাকতে হবে। আর কুঁচকির ব্যথা ভালো হতেও সময় লাগতে পারে। এসব বিষয় চিন্তা করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’ পারভেজের পরিবর্তে আর কাউকে দলে নেয়া হচ্ছে না বলেও জানান তিনি।
শুরুতেই স্বপ্নভঙ্গ ৪২ বলে সেঞ্চুরি হাঁকানো সেই পারভেজের
0
Share.