বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার থেকে আবারও তার কেমোথেরাপি দেওয়া শুরু করেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তিনি জানান, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তার ১৭টি কেমো দেওয়া সম্পন্ন হয়েছে। এবারে শুরু হলো তার ১৮তম কেমোথেরাপিটি। তিনি এখন আগের চেয়ে বেশ ভালো আছেন। বর্তমানে এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বিখ্যাত এই সঙ্গীত শিল্পী।
এন্ড্রু কিশোরের ১৮তম কেমোথেরাপি শুরু হলো
0
Share.