শুক্রবার, ডিসেম্বর ২৭

শুরু হয়েছে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা, ধুয়ে মুছে পরিচ্ছন্ন রাখা হচ্ছে ট্রলারসহ মৎস্য আড়ত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি:  আজ থেকে আগামী ২২ দিনের জন্য শুরু হয়েছে সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। গতকাল বিকাল থেকেই গভীর সাগর থেকে তীরে ফিরে আসে সহস্রাধিক মাছধরা ট্রলার। বর্তমানে সাগর থেকে ফিরে আসা এসব ট্রলার পরিচ্ছন্ন রাখার জন্য চলছে ধোয়া মোছার কাজ। এছাড়া সকাল থেকে পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের মৎস্য আড়তগুলোতেও চলছে ধোয়া মোছা। পরিচ্ছন্ন করা হচ্ছে দাড়ি পালা, মিটার ও ককসিট সহ মাছ টানার সরঞ্জাম। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, অবরোধ সফল করতে আমরা অভিযান শুরু করেছি। আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ গ্রহন করা হবে।

Share.