বিশেষ প্রতিনিধি: হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত “আমিই হব জয়ী“ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে কেরাত ও গজল প্রতিযোগিতা শুরু হয় ১৮ ও ১৯ ডিসেম্বর হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল উত্তর মোস্তফাপুর ধরকাপন রোড মৌলোভীবাজারে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১১২ জন প্রতিযোগী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আর ৬০ জন প্রতিযোগীকে যাচাই-বাছাই করে দ্বিতীয় রাউন্ডের জন্য উত্তীর্ণ করা হয় এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন ৭ জন বিচারক। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান গাজী হুসনেআরা চৌধুরী। বিচারকদের মধ্যে যারা ছিলেন তারা হলেন, প্রধান বিচারক, হাফিজ ইলিয়াছুর রহমান, সহযোগী বিচারক, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা ও ম্যানেজিং ডারেক্টর দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, হাফিজ ইজাজুল ইসলাম, হাফিজ শামসুল ইসলাম, হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রেজাউল করিম, হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ আব্দস সামাদ। (In full collaboration with: Faiza Foundation UK) সার্বিক সহযোগিতা করে ফাইজা ফাউন্ডেশন ইউ কে।
শুরু হয়েছে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত ‘আমিই হব জয়ী`প্রতিযোগিতার দ্বিতীয় আসর
0
Share.