বাংলাদেশ থেকে পিরোজপুর প্রতিনিধি: আমরা অন্ধকার থেকে আলোর পথে চলে যাচ্ছি, দুস্থ অবস্থা থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছি। আজ শেখ হাসিনাকে বলা হচ্ছে উন্নয়নের জাদুকর। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এদেশের গরীব অসহায় ও দুস্থদের স্বাবলম্বী করতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারই আন্তরিকতায় করোনার মত মহামারিতেও দেশের কেউ না খেয়ে মারা যায় নি বরং দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে’। আজ শুক্রবার সকালে পিরোজপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। পিরোজপুর সদর উপজেলা সহ নাজিরপুর ও নেছারাবাদ তিনটি উপজেলায় মোট ১ হাজার ৫০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে ২১ হাজার ৬শত কেজি শুকনো খাবার বিতরন করেন মন্ত্রী। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে ‘উপকুলীয় চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্পের অবহিত করন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, প্রকল্পের পরিচালক (পিডি) জিয়াউল হক রাহাত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার শিকদার, উপজেলা কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম প্রমুখ। পরে মন্ত্রী ওই দিন উপজেলার বৈঠাকাটা বাজারে ঢাকা-বৈঠাকাটা লঞ্চ চলাচলের জন্য একটি নতুন পল্টুনের উদ্বোধন করেন।