বুধবার, জানুয়ারী ২২

শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি করছে: রিজভী

0

ঢাকা অফিস: দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাট ডাউন কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনো মুক্ত নয়। আওয়ামী লীগের দোসররা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে।’ অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘সংস্কার কাজ বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিতে হবে।’ পতিত স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সে জন্য গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

Share.