বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

শেখ হাসিনার বিশ্বনন্দিত অর্জনগুলো আজ ধ্বংস লীলায় পরিণত হয়েছে: কাদের

0

ঢাকা অফিস: যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংস লীলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলীতে শম্পা মার্কেট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন কাদের। এসময় কাদের বলেন, আজকের বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত। কাদের বলেন, জাতির অর্জন মেট্রোরেলে ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন পদ্মাসেতু করেছে সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু মাওয়া প্রান্ত, জাজিরা প্রান্ত বার বার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে। আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয় আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলে। এর মাধ্যমে প্রমাণ হয় তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না। ওবায়দুল কাদের বলেন, আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান? কাজীপাড়া, মিরপুরে মেট্রোরেল কিভাবে পুড়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। কাদের বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাস বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

Share.